গ্যাস সিলিন্ডার ব্যবহার দ্রুত বাড়ছে।
সিলিল্ডার দূর্ঘটনার খবর এখন প্রায় প্রতি সপ্তাহে শোনা যায়।
তবু ও জনগন থেমে নেই জীবনের তাগিদে সিলিন্ডার গ্যাস ব্যবহার চলছেই ।
সিলিন্ডার ব্যবহারের একটা বিরক্তিকর দিক হলো : মাত্র চুলা জ্বালালেন, হাঠাৎ দেখলেন গ্যাস শেষ! এবার কোন উপায় নেই নতুন সিলিন্ডার ছাড়া!।
আজ জানবেন সিলিন্ডারের গ্যাস কতুটুক আছে তা জানা যায় কিভাবে ।
১. একটা কাপড়ের টুকরো ভালোভাবে ভিজিয়ে নিন।
২. তার পর সিলিন্ডারের এক অংশ ভালেভাবে ভেজা কাপড় দিয়ে মুছবেন উপর থেকে নিচ পর্যন্ত ।
এবার পরীক্ষা!
২-৪ মিনিট পর দেখবেন:
যেই অংশের পানি আগে শুকিয়ে যায়, ধরে নিতে হবে সেই অংশে গ্যাস নেই।
আর যেই অংশের পানি শুকাতে দেরি হয়, ধরে নিতে ওই অংশে গ্যাস রয়েছে।
তরল পদার্থে খোলা যায়গার তুলনায় তাপমাত্রা কম থাকে।
তাই গ্যাসের অংশের পানি শুকোতে একটু সময় বেশী লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন