ব্ল্যাকবার্ড | BlackBird

ব্ল্যাকবার্ড | BlackBird




Lockheed SR-71 বা ব্ল্যাকবার্ড
আকাশেই চালক শ্বাস প্রশ্বাস নিতে পারে এমন এয়ারক্রাফট এর মধ্যে ব্ল্যাকবার্ড ই সবচেয়ে দ্রুতগামী।

আমেরিকার এরিয়া ৫১ তে তৈরি হয় ব্ল্যাকবার্ড। ব্ল্যাকবার্ড এর ডিজাইন করেন ক্লেয়ারেন্স জনসন।
ব্ল্যাকবার্ড হলো এ-১২ এবল ওয়াইএফ-১২ এর উন্নত সংস্করণ।
এটির গতি ছিল ম্যাক ৩.৩! এটি ৮৫০০০ ফুট উপর দিয়ে উড়তে পারতো! । ১৯৬৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গতির রাজ্যে রাজত্ব করেছিলে ব্ল্যাকবার্ড।

ব্ল্যাকবার্ড এর আরোহীদের কাছে এটি হাবু নামে পরিচিত। ব্ল্যাকবার্ড এর কোনদেশে প্রবেশ করতে কোন অনুমতি লাগতো না ম্যাক ৩.৩ এর কোন বিমান কে আঘাত করার মত কোন
এয়ার টু এয়ার অথবা গ্রাউন্ড টু এয়ার কোন মিসাইলই ছিলো না।
কোন বিমান বা স্যাম এটিকে দেখতে পেলে রকেট ছুড়লেই ব্ল্যাকবার্ড এর আফটার বার্ন চালু হয়ে যেতো স্বয়ংকৃয়ভাবে!
ধরা ছোয়ার বাহিরে চলে যেতো মূহুর্তে।

ব্ল্যাকবার্ডকে কখন কোন বিমান বা রকেট হামলা করে আক্রান্ত করতে পারেনি। এটির অস্ত্র ছিলো শুধু গতি ।

তখন রাশিয়া অন্যতম মাথা ব্যথার কারণ ছিলো ব্ল্যাকবার্ড। তবে ১৯৭৮ সালে স্যাম S300 ও ১৯৮১ সালে Mig31 ও আধুনিক AAM সার্ভিসে এনে শান্ত হয়েছিলো তাদের মাথা ব্যথা।

ব্ল্যাকবার্ড তৈরি হয়েছিলো মোট ৩২ টি। ব্ল্যাকবার্ড ১১০০৮ ঘন্টা আকাশে উড়ে তার মধ্যে ২৭৫২ ঘন্টা ছিল ম্যাক ৩ গতিতে। শোনা যায় মিগ-৩১ ব্ল্যাকবার্ডকে ২বার ধাওয়া করেছিল। প্রথম ধাওয়ায় বেচে যায় এবং দ্বিতীয় ধাওয়ায় মিগ নাকি ব্লাকবার্ডকে টার্গেট লক করে রেখেছিল।

১৯৯৮ সালে ব্ল্যাকবার্ডকে অবসরে পাঠায় আমেরিকা। এই দানবকে অবসরে পাঠানোর কারণ ছিলো এটি সব আবহাওয়ায় চলতে পারেনা। আর এটির মেইনটেন্স খরচ ও অনেক বেশী। এছাড়াও এটার মত গোয়েন্দাগিরি এখন স্যাটেলাইট অনেক ভাবে করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈদ্যুতিক চুম্বক | Electromagnet

বৈদ্যুতিক চুম্বক বৈদ্যুতিক প্রবাহের ফলে যে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয় তাকে Electromagnet বা বৈদ্যুতিক চুম্বক অথবা তড়িতচুম্বক বলে। ...